নদীয়ার শান্তিপুরে একের পর এক পথের সারমেয় দের মৃত্যু ঘিরে চাঞ্চল্য, দুশ্চিন্তা পশুপ্রেমী সংগঠনের সদস্যদের

News

মলয় দে নদীয়া :- বিগত এক মাসের মধ্যে শান্তিপুর শহরের কাঁসারিপাড়া, বউবাজার, ভারত মাতা এলাকার প্রায় নটি পথের সারমেয়র মৃত্যু হয়েছে। যার মধ্যে ভারতমাতা এলাকায় পরপর চার দিনে চারটি। এলাকাবাসীদের আশঙ্কা, শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকা সত্বেও, হঠাৎ তাদের এই মৃত্যুর পেছনে থাকতে পারে খাদ্যে বিষক্রিয়া, যা বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম সাথে যুক্ত ব্যক্তিরা রাতের অন্ধকারে এ ধরনের ঘৃণ্য ঘটনা ঘটাচ্ছে।

এলাকার বাসিন্দা মানস দে, সংগ্রাম ঘোষ গতকাল সন্ধ্যায় এই রকমই এক সারমেয়র অস্বাভাবিক মৃত্যুর পর শান্তিপুর থানায় গোটা বিষয়টি জানানোর পাশাপাশি পথের সারমেয়দের নিয়ে কাজ করা সংগঠনের সদস্যদের ডাকেন । সংগঠনের পক্ষ থেকে রাজু দাস এবং অন্যান্য সদস্যরা এসে প্রত্যক্ষ করে জানান, মৃত্যুর সময় জিভের অবস্থান দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু। ময়নাতদন্ত করা সম্ভব তবে তা সময় সাপেক্ষ এবং সুদুরপ্রসারি। ওই এলাকায় পৌরসভা কর্তৃক স্থাপিত একটিমাত্র সিসি ক্যামেরার রেকর্ড খতিয়ে দেখার অনুরোধ জানান প্রশাসকদের। তবে প্রত্যেক মৃত্যুর ক্ষেত্রে একটা সাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে, সারাদিন সুস্থ থাকার পর রাতে মৃত্যু হচ্ছে, এবং সেটার লোকালয় থেকে বেশ কিছুটা দূরে। যদিও স্বভাবগত কারণে সারমেয় দের শারীরিক অসুস্থতা বোধ হলে তারা লোকালয় থেকে অনেকটা দূরে থাকতে পছন্দ করে। গতকালকের মৃত্যুটি ছিলো, নব নির্মিত অসমাপ্ত একটি তিনতলা বাড়ির ছাদে।

শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন বলেই জানিয়েছেন।

Leave a Reply