দীঘা: আলোর উৎসব দীপাবলিতেও সৈকত শহর দীঘায় উপচে পড়া ভীড়। চলতি বছরে ইয়াস, গুলাবে ক্ষতবিক্ষত হয়েছে দীঘা। এবার আসতে আসতে ক্ষত সারিয়ে আবার উঠতে শুরু করেছে দীঘা।
তাই দীপাবলিতেও প্রাণ খুলে আনন্দে মেতে উঠতে অনেকেই বেছে নিয়েছেন হাতের কাছে থাকা টুরিস্ট ডেস্টিনেশন দিঘাকে। কিন্তু ধরা পড়েছে অসেচনতনার ছবি কারুর মুখে মাস্ক আছে তো আবার কারুর মুখে মাস্ক নেই। কয়েকদিন আগেও মাস্কবিহিন পর্যটককে গ্রেফতার করে দিঘা থানার পুলিশ।
পর্যটকরা জানান দীর্ঘদিন বাড়ির বাইরে বের হননি তাই কাছাকাছি তারা ঘুরতে এসেছেন।