শশীনারা গ্রাম তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে দীপাবলীর প্রাক্কালে রক্তদান শিবির

News

অতনু ঘোষ, পূর্ব বর্ধমান :আপনি জানেন কি?
রক্ত কৃত্তিমভাবে তৈরী করা যায় না, শুধুমাত্র একজন মানুষই পারে আরেকজন মানুষকে বাঁচাতে। কিন্তু দুঃখের ব্যাপার, প্রতিবছর বহুসংখ্যক মানুষ মারা যাচ্ছে জরুরি মুহুর্তে প্রয়োজনীয় রক্তের অভাবে।

তাই এদিন পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লকের বাগিলা অঞ্চলের শশীনারা গ্রামে শশীনারা গ্রাম তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে দীপাবলীর প্রাক্কালে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।

৯জন মহিলা ও ৪৩ জন পুরুষ এই রক্তদান শিবিরে রক্ত দান করেন। বর্ধমান মেডিকেল কলেজ এই রক্তদান শিবিরের রক্ত সংগ্রহ করে।

এই মহতী রক্তদান শিবিরে রক্তদানে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের বর্তমান কো মেন্টর ডাঃ আবুল হাশেম মন্ডল, বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জি, মেমারি এক ব্লকের তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর সভাপতি প্রলয় পাল, মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি সৌমিত্র চ্যাটার্জী,জেলা এসসি ওবিসি সেলের সহ-সভাপতি সমিরন মজুমদার, বিশিষ্ট শ্রমিক ইউনিয়নের নেতা সুকান্ত হাজরা, বাগিলা গ্রাম পঞ্চায়েত প্রধান অরিন্দম ঘোষাল, বাগিলা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সবিতাব্রত চ্যাটার্জী শিক্ষক নেতা মৃন্ময় ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ ও স্থানীয় গ্রামবাসী ও এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী বৃন্দ।

পৃথিবীতে সকল ধর্মেই মুমূর্ষুকে দানের কথা বলা হয়েছে। কিন্তু সেই দান যদি হয় রক্ত, তবে তার মহত্ব ছাড়িয়ে যায় অন্য সব কিছুকে।
রক্তদানের ভয় কাটিয়ে সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান নিত্যানন্দ ব্যানার্জি পাশাপাশি করোনা সচেতনতায় সকলকে মাস্ক ব্যবহারের অনুরোধ জানান এবং করোনা বিধি মেনে চলার বার্তা দেন।

Leave a Reply