নদীয়ার ধুবুলিয়ার পণ্ডিতপুর গ্রামে রক্তদানে এগিয়ে এলেন বাড়ির গৃহবধূরাও

News

মলয় দে নদীয়া:-সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় শতাধিক রক্তদাতা মহিলাদের সংখ্যাধিক্য নজির।

নদীয়ার ধুবুলিয়া থানার অন্তর্পগত পন্ডিতপুর জনকল্যান গ্রুপ ও মানবাধিকার সংস্থা র উদ্যোগে স্বেচ্ছায় রক্ত দান শিবির ও বিনামূল্যে চক্ষু পরিক্ষা শিবিরের এই আয়োজনে উপস্থিত ছিলেন জেলার ৩০টিরও বেশি সামাজিক সংগঠন এর কর্মিরা।

নবদ্বীপ ব্লাড ব্যংকের সহযোগিতায় এবং গুণীজনের উপস্থিতিতে অনুষ্ঠান সফলতা লাভ করে।উল্লেখযোগ্য বিষয়, শুধুমাত্র অল্প বয়সীরাই নয়! পরিবারের মা কাকিমারাও সামিল হয় এই মহৎ কর্মযজ্ঞে। যেখানে বিভিন্ন রকম কুসংস্কার গোঁড়ামি পেছনে ফেলে তারা এগিয়ে এসেছেন।

সংগঠনের সদস্যরা জানান “সাধারণ মানুষের মধ্যে রক্তদান করার ইচ্ছা জাগিয়ে তুলতে হবে তাহলেই রক্তের অভাবে আর কেউ মারা যাবেন না তাই আমাদের এই উদ্যোগ । আগত সবাইকে ধন্যবাদ জানাই।”

Leave a Reply