সোশ্যাল বার্তা : শিল্প শহর হলদিয়ার সুতাহাটাতে হলদিয়া যোগ থেরাপি এন্ড এডুকেশন সেন্টারের উদ্যোগে ১৬ই সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ দিনের যোগ প্রশিক্ষণ শিবির চলছিল । সকালে ৬ টা থেকে ১১ পর্য়ন্ত চলতো এই শিবির। অতীতে এই সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছেন অনেক খেলোয়াড়রাই । তাদের মধ্যে অন্যতম হলো- স্নেহা সামন্ত, তানিয়া বেরা , অনুরাগ দাস , অর্দিথি সামন্ত , রিয়া মাইতি দেবজিত ভট্টাচারিয়া , অভিগনা মান্না , ব্রতাতি মন্ডল থেকে সোনালী গুড়িয়ারা। ভবিষ্যতের জাতীয় পর্যায়ের খেলোয়াড়ের উদ্দেশ্য মূলত ছিল এই প্রশিক্ষণ শিবির। গতকাল বৃহস্পতিবার ছিল আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ শিবিরে র সমাপ্ত দিন এবং শিবিরের প্রতিশ্রুতিমান কিছু খেলোয়াড় দের হাতে পুরস্কার তুলে দেন এই সংস্থা। এই সংস্থার যে সমস্ত প্রশিক্ষকের অক্লান্ত পরিশ্রমে আগামী দিনের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় তৈরি করছেন তারাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে তাদের মধ্যে অন্যতম হলো জয়ন্ত কুমার সামন্ত, অনিতা গুড়িয়া , রুমা চট্টোপাধ্যায়, স্বপ্না ধাড়া, তনুশ্রী ঘোন্টি, মিঠু বারিক থেকে শিপ্রা ভৌমিক প্রত্যেককে।