মলয় দে, নদীয়া:- এইমুহূর্তে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, মালদা, নদীয়া, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে।
আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে এবং কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টিও (২০৪ মিলিমিটারের বেশি) হতে পারে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আজ রাতেই সমস্ত লক্ষ্মী প্রতিমা নিতে আসবেন বিভিন্ন বারোয়ারি এবং বাড়ির পূজার প্রতিমা ক্রেতারা। দুর্গাপূজার অনেক আগে থেকেই অর্ডার নেওয়া থাকলেও, দুর্গাপুজোর ডেলিভারি হওয়ার পর তবেই কাজ শুরু করা হয় লক্ষ্মী প্রতিমার। কিন্তু এবছর লাগাতার বৃষ্টিপাতের ফলে, সে কাজে ব্যাঘাত হয়েছে অনেকটাই। প্রায় প্রতিদিনই বৃষ্টির ফলে আবহাওয়া আর্দ্র থাকার কারণে প্রাকৃতিক ভাবে শুকোচ্ছে না প্রতিমা। ব্লো ল্যাম্প দিয়ে বাধ্য হয়েই শুকাতে হচ্ছে তবে যা গ্যাসের দাম! তা জ্বালিয়ে কখনোই লাভের মুখ দেখবেন না মৃৎশিল্পীরা। তবুও ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে এ পথই বেছে নিয়েছেন তারা।