বাতিল থার্মোকল শোলা দিয়ে লক্ষ্মী ঠাকুরের উপকরণ বানিয়ে বিকল্প আয়ের সন্ধান গৃহবধূ’র

News

মলয় দে, নদীয়াঃ- ফেলে দেওয়া থার্মোকল এবং শোলা দিয়ে লক্ষ্মী প্রতিমার বিভিন্ন পুজোর উপকরণ তৈরি করছেন নদীয়ার রানাঘাটের গৃহবধূ টকি মালাকার। জানা যায় টিভি ফ্রিজ নতুন অবস্থায় কেনার পর থার্মোকল বা শোলা ফেলে দেওয়ার পরে সে গুলোকে কুড়িয়ে বা সংগ্রহ করে পরিষ্কার করে তা দিয়ে তৈরি হচ্ছে লক্ষ্মী ঠাকুরের পুজোর নানান উপকরণ কদম ফুল চাঁদ মালা ঝাড়বাতি সহ আরো অনেক কিছু। তাতে একদিকে যেমন পরিবেশের আবর্জনা কমছে পাশাপাশি দুষন মুক্ত হচ্ছে। উপকরণের দ্রব্য এর মূল্যবৃদ্ধি হাত থেকে খানিকটা রেহাই পাওয়া যাচ্ছে। তাতে খানিকটা সস্তায় মিলছে এসব দ্রব্য । একদিকে যে রকম পরিবেশ পরিষ্কার হচ্ছে পাশাপাশি সেই বস্তুই শোভা বাড়াচ্ছে আপামর বাঙালির ধন দেবীর লক্ষ্মী পুজোর আরাধনা । গতবার কোভিডের কারণে ভাটা পড়েছিল এই ব্যবসায়। এবছর লক্ষ্মীর দেবীর উপকরন তৈরী করে লাভের আশায় ব্যস্ত প্রস্তুতকারী ব্যবসায়ীকেরা।তবে ধনদেবীর এই পুজা করতে এখন নিম্ন মধ্যবিত্তদের পকেটে টান পাশাপাশি শোলার তৈরী এইসব উপকরন কিনতে একটু স্বস্তিতে আপমর মানুষজন।

Leave a Reply