সোশ্যাল বার্তা: পুজোর দিনগুলিতে স্বাস্থ্যবিধি মেনে চলতে ইউনিসেফ এবং কাশা সহযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রচার শুরু করল সামাজিক সংগঠনগুলি। পুজো মণ্ডপ এবং রাস্তায় মাইকিং করে সাধারণ মানুষকে মাস্ক পরার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আবেদন জানানোর পাশাপাশি যাদের মুখে মাস্ক নেই, তাদের প্রচার অভিযানের তরফে মাস্ক দেওয়া হয়েছে। কোলকাতায় এই প্রচার অভিযানের দায়িত্বে থাকা সংগঠন we are the common people এর সাধারণ সম্পাদক শুভজিৎ দত্তগুপ্ত জানান ,” পুজোর পাঁচ দিন কলকতার বিভিন্ন পুজো মণ্ডপে ও রাস্তায় উপস্থিত থাকছেন আমাদের স্বেচ্ছাসেবক রা ভিড় দেখলে সতর্ক করছেন, বোঝাচ্ছেন সামাজিক দূরত্ব মেনে চলার সুবিধা। এ ছাড়াও জানাচ্ছেন, মাস্ক, স্যানিটাইজার, বার বার হাত ধোয়ার প্রয়োজনীয়তা কী,যাদের মাস্ক নেই তাদের হাতে মাস্ক তুলে দিয়ে মাস্ক ব্যাবহারে উৎসাহিত করা হচ্ছে। বিভিন্ন ভাবে এই সচেতনতার প্রচার কাজ চলছে জেলা গুলোতেও। “