মলয় দে নদীয়া:- চারিদিকে চলছে উৎসবের খুশির জোয়ার। পরিবার স্বজন ছেড়ে সেই খুশি আরো প্রাণবন্ত করে তুলতে নদীয়ার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন ঢাকিরা। তবে অতীতে যে পরিমাণ ঢাকির প্রয়োজন হতো তা যোগাযোগের অসুবিধা এবং দীর্ঘ করোনা পরিস্থিতি আর্থিক দুরবস্থার কারণে বিভিন্ন কারণে হয়তো নিয়ম রক্ষার্থে দু এক জনকে দিয়েই নিয়ম রক্ষা করছেন বিভিন্ন বারোয়ারি । শান্তিপুরের সামাজিক সংগঠন বন্ধু এইরকমই বিভিন্ন মণ্ডপে উপস্থিত হয়ে আজ শুভ অষ্টমীর দিনে নতুন বস্ত্র এবং কিছু খাদ্যদ্রব্য এবং সম্মান তুলে দিলো, প্রায় 50 জন ঢাকিকে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার এবং সম্মান জানিয়ে অনুপ্রাণিত করলে তবেই বজায় থাকবে আমাদের ঐতিহ্য। আর সেই কারণেই আজকের এই উদ্যোগ।