অয়নের জন্মদিন পালন বিশেষভাবে সক্ষম দের সাথে

Social

মলয় দে নদীয়া :- মাধ্যমিকের পর থেকেই নদীয়ার শান্তিপুর শহরের তিন নম্বর ওয়ার্ডের কিনুমুন্সি লেনের অয়ন ঘোষ উচ্চশিক্ষার জন্য কলকাতায় থাকে ।বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পিএইচডির পড়াশোনা করছে অংক নিয়ে। গতকাল ছিল তার ২৬ তম জন্মদিন। আর সেই উপলক্ষে শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানে ৫০ জন বিশেষভাবে সক্ষম মানুষের সাথে কাটালেন সারাদিন।

গুরুজনদের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেওয়ার পর, ছোটদের সাথে মশগুল ছিলেন গল্প গুজব নিয়ে। কলকাতা থেকে আগত দু-একজন সহপাঠী এবং অল্পসংখ্যক কিছু নিকট আত্মীয়দের এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কেক কাটার পর নিজেদের মধ্যেই গান কবিতা গল্প ছবি আঁকা চললো দিনভোর। রাষ্ট্রীয় উদ্যানের মধ্যে দোলনায় চড়া, ঘুরে বেড়ানোর পর মধ্যাহ্নভোজে চেয়ার টেবিলবসলেন তারা। মেনু কার্ড এর বদলে খামে মোড়ানো কিছু নগদ অর্থ সকলের হাতে তুলে দিলেন অয়ন এর মা শুভ্রা ঘোষ।

বাবা শান্তিপুর কলেজের অধ্যাপক, ছবি বা নাম প্রকাশে অনিচ্ছুক। তবে শান্তিপুর কলেজের অস্থায়ী কর্মী বিশ্বজিৎ রায়ের পরামর্শে এ ধরনের জন্মদিন পালন করে তিনি খুশি বলে জানালেন।

বিশেষভাবে সক্ষমদের সংগঠন “শান্তিপুর প্রতিবন্ধন” এর সভাপতি সুজন দত্তর অনুরোধে ছবি তোলা সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার অনুমতি মেলে, এ প্রসঙ্গে তিনি জানান সাধারণ মানুষের মধ্যে উৎসাহ বৃদ্ধি করতে এবং বিশেষভাবে সক্ষম দের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে অন্যরা এগিয়ে আসতে প্রচারের যথেষ্ট ভূমিকা রয়েছে। অয়ন জানায় প্রথম জন্মদিন থেকে শুরু করে আজ পর্যন্ত এটাই সেরা সেলিব্রেশান! পেশাপ্রবেশের পর আগামীতেও উনাদের পাশে থাকবো।

Leave a Reply