সামনেই রথ !জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তৈরিতে অন্তিম প্রস্তুতি কুমোর পাড়ায়

Social

মলয় দে নদীয়া :-আগামী ২০শে জুন রথযাত্রা, এই উপলক্ষে সারা দেশ জুড়ে চলবে উৎসব। পুরীর জগন্নাথ তো বটেই, এ বাংলার পাড়ায় পাড়ায় রথের টান, পুজো উৎসবে পরিণত হয়। তবে স্নানযাত্রার পর থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছেন, অসুস্থ। আয়ুর্বেদিক পাচন এবং বিভিন্ন ধরনের পথ্য ভোগ ভোগ আকারে দিয়ে চলছে ভগবানের শুশ্রূষা। প্রত্যেক মন্দিরের প্রধান ফটক বন্ধ, মাঝে সুসজ্জিত হয়ে রথে চড়ে আবারো দেবে দেখা দেবেন আগামী ২০শে জুন। উপলক্ষে বাংলার বিভিন্ন গ্রাম শহরে হাজার হাজার মেলায় জীবন জীবিকার সুলুক সন্ধান পান ছোট ছোট ব্যবসায়ীরা। মেলার বিভিন্ন উপকরণের মধ্যে অন্যতম অবশ্যই জগন্নাথ দেবের পাথরের মাটির কাঠের এবং নানান উপকরণের মূর্তি।

কুমোর পাড়ায় চলছে তারই অন্তিম প্রস্তুতি। নদীয়ার শান্তিপুর চৌগাছা পাড়া থেকে জানাচ্ছেন, বছরের মতন এ বছরেও তারা মূর্তি প্রস্তুত করে রাখছেন, তবে আগে থেকে অর্ডার এবার অনেকটাই কম। সুবিধা একটাই জগন্নাথ বলরাম সুভদ্র তিনটি প্রতিমা বিক্রিত হয় একই সাথে। এবারেও তারা আশাবাদী সমস্ত মূর্তি বিক্রি হয়ে যাবে। তবে মাঝারি সাইজের তুলনায় ছোট সাইজের প্রতিমা মেলা খেলায় বেশি চলে। বড় একমাত্র অর্ডার ছাড়া বানানো হয় না।

Leave a Reply