মলয় দে, নদীয়া :- দীর্ঘদিন বসবাসের সুবাদে নদীয়া জেলার শান্তিপুর ব্লক অধীনস্থ দশটি অঞ্চল থেকে, শতাধিক পরিবার বর্তমান সরকারের কাছে আবেদন রেখেছিলেন পাট্টা প্রদানের উদ্দেশ্যে। এর আগেও বিভিন্ন এলাকার সমষ্টিগত ভাবে অধিক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে নিঃশর্তে প্রদান করা হয়েছিলো।
শুক্রবার পাট্টা প্রদানে নিজ নিজ এলাকার পঞ্চায়েত প্রধান এবং সদস্যদের সক্রিয়তায় সময়ের মধ্যেই পাট্টা পেয়েছেন বলেই জানালেন প্রাপকরা। দুপুর বারোটা নাগাদ শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তরে এই পাট্টা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু, বিডিও প্রনয় মুখোপাধ্যায়, বি এল আর ও অদিতি সর্বজ্ঞ, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা প্রামানিক, সহ-সভাপতি মনিকা সরকার, কর্মাধ্যক্ষ সুব্রত সরকার বিলাস রায়, জেলা পরিষদ সদস্য নিমাই চন্দ্র বিশ্বাস, টাউনশিপ অঞ্চলের প্রধান উৎপল বসাক সহ বিভিন্ন পঞ্চায়েত সমিতির সদস্য গণ।
নদীয়া জেলা সভাধিপতি রিক্তা কুন্ডু জানান, মানবিক মুখ্যমন্ত্রী অন্ন বস্ত্র বাসস্থান এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহযোগিতায় স্বাচ্ছন্দ্যে আছেন জেলাবাসী।
সমিতির সভাপতি রীনা প্রামানিক জানান আজ ১৪ জনের পাট্টা দেওয়া হলো, অতি শীঘ্রই বাকি ৩৪ জনের দেওয়ার কথা ঘোষণা করা হবে।
হারাধন বসাক, অমূল্য মন্ডল ,সুখেন ঘোষ, অপর্ণা ঘোষ এর মতন অনেকেই আনন্দে আপ্লুত হয়ে বলে ওঠেন, এ সরকার আসার পরে মুশকিল আসান হয়েছে আমাদের মতন অনেকেরই! করোনা পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন লকডাউনে কর্মহীন থাকার যন্ত্রণার মাঝে পাচার নতুন দিশা দেখতে পেয়েছি।