মালদার লোকশিল্প গম্ভীরা গানের মাধ্যমে সম্প্রীতির বার্তা

Social

দেবু সিংহ,মালদা : মালদার লোকশিল্প গম্ভীরা গানের মাধ্যমে সম্প্রীতির বার্তা দিল পবিত্র সেন গ্যালারি ব্যবসায়ী সমিতি।
উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি হরেন্দ্রনাথ দত্ত, সম্পাদক কৌশিক ঘোষ সহ অন্যান্য ব্যবসায়ীরা।

কৌশিকী অমাবস্যা উপলক্ষে মালদা শহরের অতুলচন্দ্র মার্কেট সংলগ্ন এলাকায় কালী পূজার আয়োজন করা হয়েছিল সংগঠনের পক্ষ থেকে।
সেই উপলক্ষে মঙ্গলবার রাতে মালদার লোকশিল্প গম্ভীরা গানের আয়োজন করা হয়।

বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ধর্মের সুড়সুড়িতে হানাহানির খবর প্রকাশিত হয় বিভিন্ন পত্র-পত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায়।
গম্ভীরা গানের মাধ্যমে ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরা হয়। হিন্দু, মুসলিম, শিখ, ঈশাই সকলেই ভাই-ভাই এই শ্লোগানকে সামনে রেখে গম্ভীরা শিল্পীরা অটুট ভারতবর্ষের বার্তা ছড়িয়ে দেন। তারা গানের মাধ্যমে বোঝান কয়েকশো বছর ধরে ভারতবর্ষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে বসবাস করে। আগামী দিনেও অটুট থাকবে এই ভাতৃত্ব।

Leave a Reply