দেবু সিংহ,মালদা: দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রয়েছেন দীর্ঘদিন ধরে। আর সেই ব্যাধির যন্ত্রনা সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় গাজোল থানার আলাল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ খেয়ে আত্মহত্যা করে ওই ব্যক্তি। মৃতের নাম সুশীলাল চৌধুরী (৪৯)। তিনি দীর্ঘ ১৫ বছর থেকে দুরারোগ্য ব্যাধি পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন। আর সেই অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে এদিন সন্ধ্যায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই ব্যক্তি। তড়িঘড়ি পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। কিন্তু চিকিৎসা চলাকালীন গভীর রাতে মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে।