মদন মাইতি,দীঘা: দীঘায় ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য সুখবর। এখন আর কলকাতার ধর্মতলা বা নিজেরা চার চাকার গাড়ি করে দীঘা যেতে হবে না। হাওড়া থেকে সরাসরি ট্রেনে করে দীঘায় পৌঁছাতে পারবেন। সৈকত প্রেমীদের জন্য এটা একটা দারুন সুখবর।
পুজোর আগে ঐ ট্রেন পরিষেবা শুরু হওয়ায় খুশি স্থানীয় হোটেল ব্যবসায়ীরাও। এতদিন করোনা অতিমারীতে বন্ধ ছিল ট্রেন পরিষেবা । তবে পর্যটনের চাকা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। ট্রেন চলাচল শুরু না হওয়ায় পর্যটকদের দীঘায় পৌঁছাতে অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। ট্রেন পুনরায় চালু হওয়ার জন্য অনেকেই অপেক্ষা করছিলেন। এই অপেক্ষার অবসান ঘটলো এবার।
মঙ্গলবার সকাল ১০টার সময় হাওড়া-দীঘা এক্সপ্রেস স্পেশাল ট্রেন এসে দীঘায় যাত্রী নিয়ে পৌঁছালো। জানাগেছে, ০২২৫৭ আপ ও ০২২৫৮ ডাউন প্রতিদিন হাওড়ায় ৬.৫০ মিনিটে ছেড়ে আসবে দীঘায় পৌঁছাবে ১০.১৫ মিনিটে। আবার ঐ ট্রেনটি ১০.৩৫ মিনিটে দীঘা থেকে হাওড়ার উদ্দেশ্য রয়না দেবে ১.৫০ মিনিটে হাওড়ায় পৌঁছবে।
যাত্রাপথে সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেছেদা, তমলুক,কাথি ও রামনগরে থামবে যাত্রী ওঠানামা জন্য। এই ট্রেনটি দীর্ঘ প্রায় ৪ মাস বন্ধ থাকার পর স্পেশাল ট্রেন হিসাবে চলাচল শুরু করল।