নদীয়ার আড়ংঘাটার আলফাবেট ক্লাবে ঠাকুরের সাথে পূজিত হলেন মান্না দে, রবি শংকর

Social

মলয় দে নদীয়া:-নদীয়ার আড়ংঘাটার আলফাবেট ক্লাব দশ বছর ধরেই বিভিন্ন গুণী শিল্পীদের মণ্ডপে অথবা ঠাকুরের সাথে উপস্থাপিত করেন। আয়োজকদের কাছ থেকে জানা যায়, দেবী সরস্বতী বেশকিছু গুণী সংগীতশিল্পী, সুরকার ,সাহিত্যিক, বাদ্যযন্ত্র বাদক, নৃত্যশিল্পী, পরিচালক, অভিনেতা, গবেষণারত বিজ্ঞানী, ডাক্তার, মৃৎশিল্পী, অঙ্কন শিল্পী, সহ নানা গুণী মানুষদের মাঝে বিরাজমান। তাদের গুনের কদর দিতে জানলে, খুশি হন মা সরস্বতী। এ ধরনের গুণাবলী সত্যিই ঈশ্বরপ্রদত্ত! যেগুলো অন্তর্নিহিত গুণ ছাড়া, অর্থ প্রভাব-প্রতিপত্তির প্রাচুর্যে সম্ভব নয়।

গতকাল উদ্বোধক হিসেবে বেশকিছু বিশেষ চাহিদা সম্পন্ন আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রী কে ডেকে নেয় আলফাবেট এর সদস্যরা। কারণ হিসেবে তারা জানান, বর্তমানে আমরা, সকলেই খুব সচেতন বলার ক্ষেত্রে, কিন্তু ব্যবহারিক প্রয়োগ খুবই অল্প। তাই আমরা সমাজে প্রতিষ্ঠিত বিখ্যাত কোন মানুষকে নয় ভেকেছি এদের। সাধ্যমত স্কুল ব্যাগ, শীতবস্ত্র উপহার হিসেবে তুলে দিয়েছি তাদের হাতে।
দুদিন ব্যাপী সংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম দিন অর্থাৎ গতকাল এসেছিলেন সারেগামাপা খ্যাত তানিয়া দাম, আজ (অতীতের ভূমি ব্যান্ড)সুরজিৎ ও তাদের বন্ধুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অরুণ ভট্টাচার্য।

Leave a Reply