সোশ্যাল বার্তা :রাজ্যে পথ দুর্ঘটনার পরিমাণ কমাতে ২০১৬ সালের জুলাই মাসে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্প চালু করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পের পাঁচ বছর পূর্তিতে রাজ্যজুড়ে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করে চলেছে পুলিশ প্রশাসন।
সাধারণ মানুষের মধ্যে সচেনতা বাড়াতে কৃষ্ণনগর পুলিশ জেলার তরফ থেকে ১-৭ই সেপ্টেম্বর পথনিরাপত্তা সপ্তাহে জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার ধুবুলিয়া থানার পরিচালনায় একটি মোটরসাইকেল যাত্রার আয়োজন করা হয়। এদিন ধুবুলিয়া থানা থেকে সাধারণ সাধারণ মানুষকে সচেতন করতে মোটরসাইকেল যাত্রা করা হয়, ধুবুলিয়ার জাতীয় সড়কে বটতলা, ধুবুলিয়া বাজার, নওপাড়া মোড় সহ বিভিন্ন এলাকায়।
মোটর সাইকেল আরোহীদের হেলমেট, চার চাকার গাড়ির ড্রাইভারদের সিটবেল্ট পরার জন্য আবেদন জানান এই মোটরসাইকেল যাত্রায় অংশগ্রহণ করা পুলিশকর্মীরা ।
এছাড়াও মদ্যপ অবস্থায় যাতে কেউ গাড়ি না চালান, ধীরে ধীরে রাস্তাঘাট পার হওয়া এবং ট্রাফিক নিয়ম মেনে চলা প্রভৃতি বিষয়ে নাগরিকদের সচেতন করা হয়। ধুবুলিয়া বাজারে মোটরসাইকেলে করে আসা ব্যক্তিদের সচেতন করেন পুলিশ আধিকারিকগণ।
রাস্তাঘাটে ভিড় বাড়ছে, যানজটে থমকে থাকছে শহরের ব্যস্ত রাস্তাগুলি। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই পথ দূর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায় দুর্ঘটনা রুখতেই এই সচেতনতা। মানুষের মধ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা ছড়াতে পারলেই এড়ানো যাবে দুর্ঘটনা। একমাত্র জনসচেতনতাই পারে পথ দূর্ঘটনা রুখে দিতে।