মলয় দে নদীয়া:-রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনী অনুষ্ঠানের মঞ্চ থেকে শিল্পকলায় গোল্ড মেডেল পেলেন নদীয়ার সঞ্জু কুন্ডু রানাঘাটের বাসিন্দা সঞ্জু কুন্ডু ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি টান ভালোবাসা আর এই আঁকা নিয়ে পথচলা কখন যে আঁকা কে পেশা হিসাবে নিয়ে নিয়েছেন তিনি সেটাও মনে নেই যেখানে প্রতিযোগিতা বা আঁকা মানেই সঞ্জু কুণ্ডুর আগমন আর এই আঁকা নিয়ে নানা থিমের পরিকল্পনা।
কয়েক বছর ধরে দুর্গাপুজোর থিম মানেই সঞ্জুর পরিকল্পনা আর তাঁর হাতের ছোঁয়াটে শ্রেষ্ট মণ্ডপের পুরস্কার পেয়েছে রানাঘাটের অনেক পূজো কমিটি। তার ছবি শহর ছেড়ে জেলা রাজ্যের বিভিন্ন জায়গা ছাড়াও বিদেশে প্রশংসিত হয়েছে আরও ছবি করার জন্য অনেকে তাকে অনুরোধ করেছেন। তাই জীবনের একটা বড় স্বপ্ন পূরন হয়েছে তার।রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনী অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যপালের(আচার্য) উপস্থিতিতে শিল্পকলায় গোল্ড মেডেল লাভ করলেন । রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে শিল্পকলায় গোল্ড মেডেল, নীরোদ বরন মেমোরিয়াল ক্যাশ চেক, সাথে শংসাপত্র প্রদান করা হয়।