দেবু সিংহ,মালদা: শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের সংবর্ধনা এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল শান্তি ভারতী পরিষদ।
রবিবার সকাল এগারোটা নাগাদ মালদা শহরের বাঁশবাড়ি এলাকায় ক্লাব প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক দিবস পালন করা হয়।
প্রথমে ড: সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার অলক রাজোরিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন,সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানো, ক্লাব সভাপতি তীর্থ বসু, সম্পাদক সুদীপ গাঙ্গুলি,মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সহ-সভাপতি কমলেশ বিহানি সহ অন্যান্য অতিথিরা।
শিক্ষক দিবস উপলক্ষে জেলার বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান করা হয় ক্লাবের পক্ষ থেকে। তাদের হাতে তুলে দেওয়া হয় মানপত্র, মেমেন্টো এবং ফুলের তোড়া।
ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানান পুলিশ সুপার অলক রাজোরিয়া।