একদা রানাঘাটের মহুকুমাশাসক কবি নবীন চন্দ্র সেনের আমন্ত্রণে এসেছিলেন যুবক রবীন্দ্রনাথ! কবি মিলন উৎসব পালিত হলো অনাড়ম্বেই

Social

মলয় দে নদীয়া:- ১৮৯৪ সালে কবি নবীনচন্দ্র সেনের আমন্ত্রণে নদীয়ার রানাঘাটে এসেছিলেন যুবক রবীন্দ্রনাথ। নবীন চন্দ্র সেন সেই সময় রানাঘাটের মহকুমাশাসক ছিলেন। দুই কবির মিলনের সেই স্মৃতি আঁকড়ে ফি বছর রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে পালিত হয় ‘কবি মিলন উৎসব’। শনিবার সেই কবি মিলন উৎসব পালন হল অনাড়ম্বরভাবে।

এদিন সকালে রানাঘাটের মহকুমা শাসকের বাংলোয় মহকুমা শাসক রানা কর্মকারের উপস্থিতিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি নবীনচন্দ্র সেনের প্রতিকৃতিতে মাল্যদান এর মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন আরো অনেক বিশিষ্ট জন।

Leave a Reply