মলয় দে, নদীয়া:- পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর এর উদ্যোগে নদীয়া জেলার কৃষ্ণনগরে খাদ্য ভবনের ভার্চুয়াল ভাবে শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন জেলাশাসক পার্থ ঘোষ , পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ আইপিএস , জেলা পরিষদ সভাধিপতি রিক্তা কুন্ডু, পশ্চিমবঙ্গ সরকারের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, ক্ষুদ্র ও কুটির শিল্পের মন্ত্রী রত্না ঘোষ কর, সহ বিভিন্ন প্রশাসনিক নেতৃবৃন্দ।
কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সকলের জন্য খাদ্য, আর তার জন্যই ক্রমাগত বেড়ে চলেছে পরিকাঠামোগত দিকও। তাই এধরনের খাদ্য ভবন উদ্বোধনে পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন আধিকারিক এবং কর্মীদের অনেকটাই সুবিধা হবে সাধারণ মানুষের খাদ্য পরিষেবা পৌঁছে দিতে। আজ ওই একই সময়ে পুরুলিয়া জেলার রঘুনাথপুর এর খাদ্য ভবন উদ্বোধন হয়। উদ্বোধন হয় বীরভূমে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের একটি ভবন।
তবে নদীয়া জেলার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তেহট্ট স্টেডিয়াম উদ্বোধনের ফলে ওই বিধানসভার সাধারণ মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা মিটলো আজ।