মলয় দে নদীয়া :-করোনা স্বাস্হ্য বিধি শিকেয় তুলে চললো ৭৫ উর্দ্ধে ভ্যাকসিন, করোনা প্রতিরোধে রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, মানব শৃংখল ভঙ্গ করে করোনা নির্মূলের আশায় রাজ্যে চলছে লকডাউন! আর তার সাথে পাল্লা দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে ভ্যাকসিন প্রক্রিয়ার কাজ।
নদীয়া জেলার গয়েশপুর পৌর স্বাস্হ্য কেন্দ্রের উদ্যোগে চার শতাধিক বয়স্কদের ভ্যাকসিন দেওয়া হলো গতকাল!
কিন্তু সেখানে দেখা গেল করোনা স্বাস্থ্য বিধি না মেনেই ভ্যাকসিন নিতে চলে এসেছে প্রবীণরা! অন্যদিকে স্বাস্থ্যকর্মীদের দুই একজনের দেখা গেলো, মাস্ক ঝুলছে গলায়। যদিও কর্তৃপক্ষের সাফাই, যথেষ্ট পরিমাণে ম্যান পাওয়ার বাড়ানো হয়েছে টিকাকরণের কাজে। তারপরেও যদি সচেতন না হয় তাহলে আমরা কি করতে পারি? তবে নিজেদের প্রসঙ্গে বলেন কাজের চাপে, যদি একটু আধটু মাস্ক নাকের নিচে নেমে গিয়েও থাকে! তা সম্পূর্ণ অবচেতনভাবে। এমনিতেই ইউনিটিজনিত কারণে বয়স্কদের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে বেশি , করোনা তাড়াতে এসে করোনাভাইরাস বাড়িতে বয়ে নিয়ে গেল না তো কেউ! । প্রশ্ন তুলছেন আসা কিছু সচেতন প্রবীণরা।
দুরত্ব বজায় রাখা তো দূরে থাক! মাস্ক ছাড়া ভিতরে ঘোরা ঘুরি করতে দেখা গেল ভ্যাকসিন নিতে আসা প্রবীনদের বাড়ির অপর সদস্যদেরও।