দেবু সিংহ,:আগামীকাল ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত হবেন চাঁচলের মহব্বতপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সাত্তার। আগামীকাল নবান্ন থেকে ভার্চুয়ালী ভাবে মালদা জেলা শাসকের ভবনে আব্দুল সাত্তারকে শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত করা হবে। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনন্য শিক্ষকতার অবদানের কারণে এই সম্মান দেওয়া হবে আর যা নিয়ে শিক্ষা মহলে শুরু হয়েছে চরম উন্মাদনা।
চাঁচল থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত মহব্বতপুর গ্রাম। ওই গ্রামে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একটি প্রাথমিক স্কুল রয়েছে। ওই স্কুলের শিক্ষকতা সঙ্গে যুক্ত রয়েছেন আব্দুল সাত্তার। ২০০৩ সালে প্রধান শিক্ষকের দায়িত্ব পান তিনি। তারপর সেই থেকে নিষ্ঠার সহিত নিজের দায়িত্ব পালন করে চলেছেন আব্দুল বাবু। স্কুলের পড়ুয়াদের সঠিক শিক্ষাদান, শরীরচর্চা, গান বাজনা সহ বিভিন্ন সামাজিক শিক্ষার পাঠ দান করে চলেছেন। পাশাপাশি বিদ্যালয় চত্বরে নিজের হাতে একাধিক ফুলের গাছ রোপন শুরু করে, জলের ফোয়ারা, মাছ চাষ আরো অন্যান্য মনোরম দৃশ্য তিনি বিদ্যালয়ের ফুটিয়ে তুলেছেন।
শিক্ষকতায় অনন্য নজিরের কারণে এবছর তাকে শিক্ষারত্ন পুরস্কারে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে উচ্চ শিক্ষা দপ্তর। আগামীকাল ৫ সেপ্টেম্বর সর্বপল্লী রাধা কৃষ্ণননের জন্মদিনে শিক্ষারত্ন সম্মান পেতে চলেছেন আব্দুল বাবু। এই খবর চাউর হওয়ার পরে মহব্বতপুর গ্রাম সহ চাঁচোল মহকুমার শিক্ষা মহলে দেখা দিয়েছে খুশির ঢেউ।
এব্যাপারে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সাত্তার বলেন, শিক্ষা নিয়েই কাজ আমার ছাত্র-ছাত্রীদের শিক্ষা দানের পাশাপাশি সমাজে তাদেরকে মানুষের মত মানুষ করে গড়ে তোলার দায়িত্ব আমাদের।