নিউজ সোশ্যাল বার্তা: সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের দাপট শুরু হয়েছে । সাধারণ মানুষের জীবন বাঁচাতে সরকার বিভিন্ন পরিকল্পনা করে চলেছে । সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হলেও নিজেদের জীবন বাজী রেখে সামনে থেকে লড়ছেন স্বাস্থ্যকর্মীরা । নিজেদের পরিবার পরিজন ছেড়ে অনেকেই সনাজের সেবা করে যাচ্ছেন ।
তাদের এই নিরলস প্রচেষ্টা কে সন্মান জানিয়ে গতকাল ২৩ শে এপ্রিল ২০২০ হোয়াইট ঈগলস এবং রোটারী ক্লাব অফ ব্যারাকপুর এর মিলিত উদ্যোগে ১০০টি পিপিই অর্থাৎ পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্টস বেলেঘাটা আই ডি তে প্রদান করল ।
এই ব্যাপারে হোয়াইট ঈগলস এর অন্যতম সদস্য শমীক গুপ্ত বলেন “সত্যি কথা বলতে আমরা হলাম একটা মাধ্যম , সমাজের সেবামূলক কাজ করে যাওয়াটা আমাদের ধ্যান এবং জ্ঞান । সমাজের এত বড় বিপদের দিনেও যেভাবে স্বাস্থ্যকর্মীরা নিজেদের প্রাণ, পরিবারের তোয়াক্কা না করে আমার আপনার মতন সাধারণ মানুষের জীবন বাঁচাতে ঝুঁকি নিয়ে দিন রাত এক করে কাজ করে চলেছেন, তাদের সুরক্ষার কথা মাথায় রেখে এই প্রজেক্ট ‘Life Jacket’। ওনাদের কে আমাদের স্যালুট এবং সাথে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই ।”
তিনি হোয়াইট ঈগলস এবং রোটারী ক্লাব অফ ব্যারাকপুর এর সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।