বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি কল্যাণীর ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টে শ্রমিকদের কর্মবিরতি

Social

মলয় দে, নদীয়া:- কল্যাণীর ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টে মজুরি বৃদ্ধির দাবিতে চলছে কর্মবিরতি। শুক্রবার সকাল থেকে এই প্ল্যান্টের প্রায় ৬০০ শ্রমিক এই কর্মবিরতিতে যোগ দিয়েছে। মূলত আউটসাইড লোডিং-আনলোডিং শ্রমিক ও গাড়িরচালকরা কর্মবিরতি পালন করছে। যার জেরে কল্যাণীর ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে গেছে।

আন্দোলনরত শ্রমিকদের মূল দাবি, বেতন বৃদ্ধি। প্রসঙ্গত, ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ লোডিং-আনলোডিং শ্রমিকদের এই কাজের জন্য বেতন দেন ২৯৬ টাকা। যা দিয়ে বর্তমান পরিস্থিতিতে জীবননির্বাহ করা সম্ভব নয়। তাঁদের দাবি অবিলম্বে বেতন বাড়াতে হবে।

তৃণমূল পরিচালিত লোডিং-আনলোডিং শ্রমিক সংগঠনের পদাধিকারী উত্তম শঙ্খবণিক ও পরিবহন শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক অজিত কীর্তনীয়া জানান, বার বার বেতন বৃদ্ধির দাবিতে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু টনক নড়েনি ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের। বাধ্য হয়েই তাঁরা শুক্রবার সকাল থেকে কল্যাণীর বটলিং প্ল্যান্টের মূলফটকের সামনে কর্মবিরতি পালন করছেন। অবিলম্বে কর্তৃপক্ষ তাঁদের দাবি না মানলে তাঁরা পরিবার নিয়ে এখানে অনশন ধর্মঘটে সামিল হবেন বলেও জানান।

Leave a Reply