নিউজ সোশ্যাল বার্তা , ২৭শে নভেম্বর ২০১৯ : সারা দেশ জুড়ে গতকাল ২৬ শে নভেম্বর সংবিধান দিবস পালিত হল। ১৯৪৯ সালে এই দিনেই সংবিধান ভারতীয় সংসদে গৃহীত হয় ।
ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দিনটি পালন করার জন্য জাতীয় সেবা প্রকল্পের (NSS) বিভিন্ন আঞ্চলিক দপ্তরগুলোতে চিঠিও পাঠিয়েছিল। জাতীয় সেবা প্রকল্প কলকাতা রিজিওনাল অফিসের আহবানে রাজ্যের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সাড়ম্বরে পালিত হল সংবিধান দিবস ।
একনজরে সংবিধান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ।
১. ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান । এটি প্রেমবিহারী নারায়ণ রাইজাদা নিজ হাতে ইটালিক ফন্টে সুন্দর করে লিখেছিলেন হিন্দি ও ইংরেজি ভাষায় এবং সমগ্র সংবিধানটি সুন্দর চিত্রাঙ্কনে সাজিয়ে তুলেছিল নন্দলাল বসুর নেতৃত্বে শান্তিনিকেতনের ছাত্র-ছাত্রীরা ।
২. লিখিত সংবিধানটি বর্তমানেও পার্লামেন্টের মধ্যে সংরক্ষিত রয়েছে ।
৩.সম্পূর্ণ সংবিধানটি তৈরি করতে সময় লেগেছিল ২ বছর ১১ মাস ১৮দিন্।
৪. সংবিধান গ্রহণের পূর্বে প্রায় ২০০০ বারের বেশি সংবিধান সংশোধন করা হয় ।
৫.সংবিধান গ্রহণ করা হয় ২৬ নভেম্বর ১৯৪৯ সালে এবং সারা দেশে লাগু হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারী। তার আগে ১৯৫০ সালের ২৪ জানুয়ারী সংবিধান পরিষদের ২৮৪ জন সদস্য সংবিধানে স্বাক্ষর করেন ।এ প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয় হলো তার মধ্যে ১৫ জন মহিলা ছিলেন ।
৬. ভারতীয় সবিধানকে প্রায় সময়ই a bag of borrowings.নামে অভিহিত করা হয় । কারণ এটি লেখা হয়েছে বিভিন্ন দেশের বিশেষ বিশেষ সংবিধানের ধারা গুলি নিয়ে । এইজন্য ভারতীয় সংবিধান বিশ্বের সেরা সংবিধান রুপে গণ্য করা হয় ।
৭. সংবিধানের অন্যতম মূলমন্ত্র “স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্বর ধারণা গ্রহণ করা হয়েছে ১৭৮৯ সালে সংঘটিত ফরাসি বিপ্লবের মূলনীতি থেকে।
৮. ডঃ বি আর আম্বেদকর ছিলেন সংবিধান গঠনের মূল রুপকার ।এইজন্য ওনাকে সংবিধানের ‘জনক’ বলে অভিহিত করা হয় । উনি বাংলা থেকে সংবিধান পরিষদে নির্বাচিত হয়েছিলেন; উনি দেশের প্রথম আইনমন্ত্রী ছিলেন ।