ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ময়ূর উদ্ধার 

Social

অঞ্জন শুকুল, নদীয়া: বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়ার সময় দুটি বিরল প্রজাতির ময়ূর উদ্ধার করলো বিএসএফ। গতকাল সন্ধ্যায় ভারত-বাংলাদেশ সীমান্তের মাটিয়ারী বিওপিতে যখন বিএসএফের জওয়ানরা টহল দিচ্ছিলেন তখন বাংলাদেশ থেকে দুজন পাচারকারী দুটি ব্যাগে করে কিছু পাচারের উদ্দেশ্যে জঙ্গলের মধ্যে অপেক্ষা করছিল। তখন টহলরত বিএসএফ জওয়ানরা তাঁদের চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তিরা ব্যাগ ফেলে রেখে পালিয়ে যায়।

ফেলে যাওয়া ব্যাগ থেকে বিএসএফ উদ্ধার করে দুটি বিরল প্রজাতির ময়ূর। শুক্রবার বিএসএফ এর পক্ষ থেকে ময়ূর দুটিকে রানাঘাট বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়।

Leave a Reply