সীমান্তবর্তী এলাকায় গিয়ে খাদ্য সামগ্রী বিলি শতাব্দী প্রাচীন ক্লাবের

Social

নিউজ সোশ্যাল বার্তা : মালদা-‌হবিবপুর থানার ভারত-‌বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গিয়ে খাদ্য সামগ্রী বিলি করল শহরের দিলীপ স্মৃতি সংঙ্খ। আদিবাসী অধ্যুষিত এলাকায় সিঙ্গাবাদ স্টেশন সংলগ্ন এলাকায় রবিবার ত্রাণ বিলি করা হয়্য প্রায় ২৫০ পরিবারের হাতে ত্রাণ দেওয়া হয়। সহযোগিতায় ছিল হবিবপুর থানা ও ব্লক প্রশাসন। লকডাউনের নিয়ম নেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ প্রাপকদের ফাঁকা মাঠে বসানো হয়েছিল। তারপর একে একে ত্রাণ দেওয়া হয়। চাল, আলু, ডাল, সোয়াবিনের প্যাকেট, তেল, সাবান বিলি করা হয়। এবং ছোটদের জন্য কেক, চকোলেটও বিলি করা হয়।

এদিন হাজির ছিলেন সংশ্লিষ্ট ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু। তিনি বলেন,‘‌আমার ওয়ার্ডেই রয়েছে শতাব্দী প্রাচীন এই ক্লাব। তারা বছর ভর বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। এই কঠিন পরিস্থিতির মধ্যেও সীমান্তবর্তী এলাকায় এসে এদিন ত্রাণ বিলি করলেন সদস্যরা।’‌

Leave a Reply