সোশ্যাল বার্তা : নদীয়া জেলার কৃষ্ণনগরের মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশান অফ কৃষ্ণনগর বা ম্যাক (MAK)এর পক্ষ থেকে বুধবার হিমাচল প্রদেশের “পিন ভাবা পাস এক্সপিডিশান” করতে রওনা দিল একটি অভিযাত্রী দল।
দলে রয়েছেন ৯জন সদস্য। সদস্যদের মধ্যে ৭জন পুরুষ ও ২ জন মহিলা। প্রশান্ত সিংহ, (শিক্ষক), অশোক রায়, রুম্পা দাস(শিক্ষিকা) অলোক রায়,শ্রীজয় ভট্টাচার্য, মধুপর্ণা পাল, (শিক্ষিকা) বিশ্বরূপ দাস, (শিক্ষক),দীপক শেখ (শিক্ষক), অনির্বাণ শর্মা
জানা যায় হাওড়া থেকে ট্রেনে চন্ডীগড় ,সেখান থেকে গাড়ি করে ৩১৯ কিমি হিমাচল প্রদেশ এর কাফনু নামে একটি পাহাড়ি অঞ্চল। বেসক্যাম্প কাফনু থেকেই অভিযাত্রীদের যাত্রা শুরু। সিমলা থেকেও কাফনু যাওয়া যায় দূরত্ব ২০০ কিলোমিটার। কাফনু বেস ক্যাম্প (উচ্চতা ৭৮৭৮ ফুট) থেকেই হাঁটা শুরু হবে। ৫দিনের লক্ষ্যমাত্রা তাঁরা নিয়েছেন নির্দিষ্ট স্থানে পৌঁছানোর জন্য। তবে যাত্রাপথে খাড়া চড়াই- উতরাই , নদী পারাপার করে পৌঁছবেন ফুটসিরং থেকে মংরুংসে পিন ভবা পাস যার উচ্চতা ১৬১০৫ ফুট।
দলের সদস্য প্রশান্ত সিংহ জানান ” এর আগেও বিভিন্ন এক্সপিডিশানে সামিল হয়েছি। কিন্তু এবারের “পিন ভাবা পাস এক্সপিডিশান” আমার কাছে এক আলাদা অনুভূতি দেবে। এটি সবচেয়ে নাটকীয় পাস ক্রসিংগুলির মধ্য থেকেই কিন্নরের উপত্যকার লীলাভূমি থেকে স্পিতি অঞ্চলের পিন ভ্যালির নির্জন দৃশ্য দেখতে পাওয়া যাবে। পাহাড়কে ভালোবাসি তাই পাহাড়ের ডাকে সময় পেলেই বের হই। একজন শিক্ষক হিসেবে বিদ্যালয়ে পড়ানোর পাশাপাশি অ্যাডভেনঞ্চার করাটাও নেশা এর মাধ্যমে ছাত্রছাত্রীরা উৎসাহ পায়”।