দেবু সিংহ, মালদাঃ-বুধবার পুলিশ দিবস উপলক্ষে এক ভবঘুরে দরিদ্র পিতা-পুত্রকে থানায় ডেকে এনে পোশাক পরিয়ে এক মানবিকতার পরিচয় দিলেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
জানা যায় বুধবার ছিল পশ্চিমবঙ্গে পুলিশ দিবস। পুলিশ দিবস উপলক্ষে এদিন হরিশ্চন্দ্রপুর থানা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।পুলিশ প্যারেডের সাথে এলাকার মানুষদের মাক্স বিতরণ ও হেলমেট বিহীন চালকদের হেলমেট বিতরণের পাশাপাশি পথ নিরাপত্তা সম্পর্কিত সচেতনতা বার্তা প্রচার করেন।
হরিশ্চন্দ্রপুর বাইসা বাগান এলাকার এক ভবঘুরে পিতা-পুত্রকে থানায় ডেকে এনে নিজের হাতে পোশাক পরিয়ে দেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস।পুলিশের এই মানবিক রূপ দেখে আপ্লুত হয়ে পড়েন ভবঘুরে পিতা-পুত্র। চোখের জল ধরে রাখতে পারেননি তারা।
ভবঘুরে পিতা অমল বেদ জানান ‘আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মধু সংগ্রহ করি।বুধবারও সকাল বেলায় যথারীতি ছেলেকে সঙ্গে নিয়ে মধু সংগ্রহ করতে বেড়িয়ে ছিলাম।থানার সামনে আসতেই কয়েকজন পুলিশ আমাকে ডেকে ভেতরে নিয়ে যায়। আইসি সঞ্জয় কুমার দাস আমাদের দু’জনকে নতুন পোশাক পরিয়ে দেন।