দেবু সিংহ, মালদা : ৬২ তম ইন্ডিয়ান ওয়েল ডে উপলক্ষে খুদে খেলোয়াড়দের ফুটবল এবং জার্সি প্রদান।
ইন্ডিয়ান অয়েল এবং মালদা জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে বুধবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে কুড়িটি দলকে ফুটবল এবং প্রায় ২০০ জন খুদে খেলোয়াড়দের জার্সি প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন, মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ইন্ডিয়ান অয়েল এর এরিয়া প্লান্ট ম্যানেজার অমিতাভ দাস, প্রাক্তন খেলোয়াড় সোমেস দাস, বলাই ভট্টাচার্য, দেবব্রত সাহা সহ অন্যান্য ক্রীড়াপ্রেমীরা।