মলয় দে, নদীয়া:- জাতীয় ক্রীড়া দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি জাতীয় স্তরের ক্রীড়াবিদদের সংবর্ধনা জানালো নদীয়ার নবদ্বীপ শচীন-সৌরভ ফ্যান ক্লাব।
নবদ্বীপ শচীন-সৌরভ ফ্যান ক্লাবের উদ্যোগে রবিবার দুপুরে নবদ্বীপ পৌরসভা হরিসভা পাড়া এলাকায় সাধারণ গ্রন্থাগার মঞ্চে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। পাশাপাশি এই দিনটি সুনামধন্য ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর জন্মদিন ছাড়াও বিশেষ এই দিনটি ক্রিকেট ক্যারিয়ারের তাঁর উল্লেখযোগ্য দিন হিসেবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করলেন নবদ্বীপ শচীন-সৌরভ ফ্যান ক্লাবের সদস্যরা।
বিশেষ এই দিনটিতে ফ্যান ক্লাবের এই আনুষ্ঠানিক মঞ্চে উপস্থিত ছিলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত গ্র্যান্ড মাস্টার তথা বিখ্যাত দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া সহ দৃষ্টিহীন ক্রিকেটার সুবোধ রজক সহ অপর দৃষ্টিহীন প্যারা অ্যাথলেটিক্স সাহেব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা, নবদ্বীপ পৌরসভার প্রশাসক বিমান কৃষ্ণ সাহা, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক তথা নবদ্বীপ প্রেস ক্লাবের সভাপতি বিজন কুমার সাহা, রাজ্য দাবা সংস্থার সম্পাদক তুষার চ্যাটার্জী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে শচীন-সৌরভ ফ্যান ক্লাবের পক্ষ থেকে এই দিন আনুষ্ঠানিকভাবে মেমেন্টো ও পুষ্পস্তবক দিয়ে সম্মান জ্ঞাপন করা হয় অনুষ্ঠান মঞ্চে উপস্থিত বিধায়ক পৌর প্রশাসক সহ গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া অন্যান্য উপস্থিত ক্রীড়াবিদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গগণকে।
এছাড়াও এই দিন প্রত্যেক রক্তদাতার হতে সৌরভ গাঙ্গুলীর স্বাক্ষরিত সার্টিফিকেট তুলে দেওয়া হয় নবদ্বীপ শচীন-সৌরভ ফ্যান ক্লাবের পক্ষ থেকে। আগামী দিনে নতুন প্রজন্মকে একমুখী করাটাই তাদের প্রধান লক্ষ্য বলে এই দিনের অনুষ্ঠান মঞ্চ থেকে জানান শচীন-সৌরভ ফ্যান ক্লাবের সম্পাদক অশোক চক্রবর্তী।