দেবু সিংহ, মালদাঃ বিবেকানন্দ শিশু মন্দিরের উদ্যোগে, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায়, শহীদ ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস উপলক্ষে,বুধবার বাচামারী গভমেন্ট কলোনীর বিদ্যালয় প্রাঙ্গণে, বিদ্যালয়ের অষ্টম বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা অংশগ্রহণ করেন এবং করোনার আতঙ্ক কাটিয়ে ৯ জন মহিলা সহ ২৮ জন রক্তবন্ধু রক্ত দান করেন।
শিবিরে উপস্থিত ছিলেন জেলা উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অমিতাভ মন্ডল, বিবেকানন্দ শিশু মন্দিরের প্রধান আচার্য পঙ্কজ সরকার, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা,প্রমূখ।