নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:-১১ই আগস্ট অর্থাৎ বুধবার বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৪তম আত্মবলিদান দিবস, আরে আত্ম বলিদান দিবস উপলক্ষে জেলার সর্বত্রই পালন করা হচ্ছে,সেই উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক হাসপাতাল মোড়ে শহীদ ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তির পাদদেশে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় তমলুক শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে।
তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাঁড়া, যুব তৃণমূলের রাজ্য কমিটির সদস্য পার্থ মাইতি সহ অন্যান্যরা। এইদিন জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে পালন করা হলো ১১৪ তম আত্ম বলিদান দিবস।