সোশ্যাল মিডিয়ায় অপরাধ রুখতে, কৃষ্ণনগর সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের সদর্থক ভূমিকায় ভিড় বাড়ছে ক্রমশ

Social

নিউজ সোশ্যাল বার্তা , ৮ই ডিসেম্বর ২০১৯ ,মলয় দে নদীয়া:– সদ্য গঠিত জেলার একমাত্র কৃষ্ণনগর সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস বাড়ছে ক্রমাগত। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত অভিযোগকারীরা স্বল্প সময়ের মধ্যেই সুফল পাচ্ছে । শাস্তি পাচ্ছে দোষীরা।

এরকম একটি ঘটনার অভিযোগ জমা পড়ে গতকাল রাতে। ফেসবুকে সুত্রাগড় দালাল পাড়ার এক মহিলা, ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায় প্রায় এক বছর আগে। অথচ বেশ কিছুদিন যাবৎ, তার পরিচিত এবং বন্ধুবান্ধব জগত থেকে নানা কটূক্তি করে তার উদ্দেশ্যে। বন্ধুদের কাছ থেকে জানতে পারে তার প্রোফাইল থেকে আপত্তিজনক বার্তা মন্তব্য ছবি পোস্ট করা হয়েছিল নিয়মিত।

স্বভাবতই ওই মহিলার ছবি দেখে এলাকার সকলের ভ্রান্তধারণা বশতঃ কালিমালিপ্ত হয় তার ভাবমূর্তি। এরকম অবস্থায় অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর শরণাপন্ন হলে সংগঠনের পক্ষ থেকে গতকাল রাতে সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে অভিযোগপত্রটি জমা করিয়ে আসা হয় তাদের তত্ত্বাবধানে।

অভিযোগকারীর দেওয়া তথ্য অনুযায়ী জানা যায় শান্তিপুর কলোনির এক ব্যক্তির সঙ্গে অতীতে যোগাযোগ ছিল ওই মহিলার এবং একসাথে দুটি ছবি পোস্ট করায়, সন্দেহ হয়েছে। তবে এটাও ঠিক, তার ছবি আদৌ তিনি তার মোবাইল থেকে পোস্ট করছেন কিনা এটাও বিচার্য বিষয়। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অভিযোগকারী।

 

ছবি: প্রতীকী