শুধুমাত্র ডট দিয়ে ছবি ! ইন্ডিয়া বুক অব রেকর্ডসে সোনারপুরের শুভ্রা পাল

News

সোশ্যাল বার্তা: শুধুমাত্র ডট দিয়ে পোর্ট্রেট তৈরি করে নজির সৃষ্টি করলেন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের মালিরবাগানের বাসিন্দা শুভ্রা পাল। রেখা ছাড়া শুধুমাত্র ডট দিয়ে আঁকা পোর্ট্রেট এর জন্য ইন্ডিয়া বুক অব রেকর্ডসের স্বীকৃতি পেলেন তিনি।

পরিকল্পনামাফিক শিল্পী বিরাজ কুমার পাল এর অনুপ্রেরণায় ডট দিয়ে ছবি আঁকা চলতে থাকে। মাত্র ১৫দিনে ১ফুট বাই ১.৫ফুট এর একটি মেয়ের মুখ অঙ্কন করেন। যে পেনটি ব্যবহার করেন সেই পেন্ এর ডট যার সাইজ ছিল ০.১এম এম। কাজটি শেষ করে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে পাঠানো হয় সেখান থেকেই মেলে স্বীকৃতি।

 

পয়েন্টিলিজম পদ্ধতিতে সরু নিপের কলম বা পেনসিল দিয়ে অসংখ্য ডট দেওয়া হয় কাগজে।দাগ ছাড়া ডট-এর ঘনত্বের উপর ভিত্তি করে এই শিল্পকর্ম সম্পন্ন হয়।

শুভ্রা পাল জানান, ছোটবেলা থেকে আঁকা শেখার হাতেখড়ি তাঁর মায়ের কাছ থেকে। ছোটবেলায় দেখতেন তাঁর মা পেন দিয়ে নায়ক-নায়িকাদের সুন্দর সুন্দর পোর্ট্রেট আঁকতেন। সেই সময় তিনি এই বিষয়ে অনুপ্রাণিত হন। আঁকার ক্লাসেও ভর্তি হন।পরবর্তীতে কলকাতার পার্কস্ট্রিট গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে সিরামিক নিয়ে স্নাতক হন এবং ২০২১ সালে শান্তিনিকেতনের কলাভবন থেকে সিরামিকের উপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি আরও জানান “বড়ো হওয়ার সাথে সাথে আমার মাথায় আসে ডট যেটা দিয়ে কিছু শেষ বোঝায়। কিন্তু কোনো কিছু কি শেষ হয় ? কেনো আমরা সেই শেষ থেকে শুরু করতে পারি না! তাই শুরু হয় ডট দিয়ে আমার জার্নি” ।

Leave a Reply