আন্তর্জাতিক ইলিশ বাঁচাও ও পর্যটন উৎসবের মধ্য দিয়ে সচেতন মৎস্যজীবীদের

News

পূর্ব মেদিনীপুর:- মাছের মধ্যে ইলিশের গুরুত্ব অপরিসীম। গরম ভাতে ইলিশের স্বাদ নিতে সব সময় চায় বাঙালিরা। তবে এই ইলিশের গুরুত্ব বজায় রাখতে এবং আগামী প্রজন্মের মধ্যে ইলিশের গুরুত্ব বোঝাতে এবার পথে নামল আন্তর্জাতিক ইলিশ বাঁচাও ও পর্যটন উৎসবের মধ্য দিয়ে মৎস্যজীবীদের সচেতন করতে উদ্যোগী হলেন ডায়মন্ত হারবার প্রেস ক্লাব ও কুসুমের ফেরা সাহিত্য পত্রিকা।

এদিন পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা শহরে পদযাত্রার মধ্য দিয়ে মৎস্যজীবী থেকে শুরু করে সাধারণ মানুষকে সচেতন করল উদ্যোক্তারা, তাদের বক্তব্য যেসব ছোট ইলিশ বাজারে বিক্রি হচ্ছে সেগুলি অবিলম্বে বন্ধ করতে হবে, কারণ ওই ছোট ইলিশের স্বাদ ও গন্ধ নেই পাশাপাশি ইলিশের প্রজন্ম বিঘ্নিত হচ্ছে, যার ফলে আগামী দিনে হয়তো মিউজিয়ামে দেখতে হবে এই ইলিশকে। এই দিন ইলিশ বাঁচাও কমিটির সম্পাদক শাকিল আহমেদ বলেন ইলিশের গুরুত্ব বজায় রাখতেই আমরা বিভিন্ন সমুদ্র সৈকত এলাকায় প্রচারকার্য চালাচ্ছি, পাশাপাশি মৎস্য জীবীদের সচেতন করছি যাতে ছোট ইলিশ না ধরা হয়। কারণ এক দিকে যেমন ইলিশের স্বাদ ও গন্ধ পাওয়া যায় না ওইসব ছোট মাছের মধ্যে, পাশাপাশি ইলিশের প্রজন্ম বিঘ্নিত করছে, তাই আগামী দিনে নিজের গুরুত্ব বজায় রাখতে ছোট ইলিশ যাতে না ধরা হয়। তবে উদ্যোক্তাদের এই কর্মকাণ্ড দেখে যথেষ্ট আপ্লুত হয়েছেন এলাকার ইলিশ প্রেমীরা।

Leave a Reply