অনাড়ম্বরভাবেই পালিত হলো ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস 

Social

মলয় দে, নদীয়া :- পূর্ববঙ্গের বাঙালি ভাবাবেগকে মান্যতা দিয়ে ১৯২০ সালের পয়লা আগস্ট প্রতিষ্ঠিত হয় ইস্টবেঙ্গল ক্লাব। কলকাতা জোড়াবাগান নিমতলা ঘাট স্ট্রিটের সুরেশ চন্দ্র চৌধুরীর বাড়িতে প্রথম ছিল এই ক্লাব। ১৯২২ সালের ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়ে, ১৯২৪ সালে সর্বপ্রথম কলকাতা ফুটবল লীগে অংশগ্রহণ এবং ১৯৪২ সালে প্রথম লীগে জয়লাভ করে হলুদ ব্রিগেড। বর্তমানে ৩৯ টি শীর্ষস্থানে রয়েছে ইস্ট বেঙ্গল। জাতীয় লিগের তিনবার জয়, ফেডারেশন কাপে আটবার জয়, তিনবার সুপার কাপ জয় এবং রেকর্ডসংখ্যক আইএফএ শিল্ড ও রেকর্ড সংখ্যক ১৬ বার ডুরান্ড কাপ জয় করে।

সম্প্রতি ক্লাব সম্পর্কিত যে জটিলতা তৈরি হয়েছিল তা অনেকটাই কাটিয়ে উঠেছে বলে দাবি করছে সদস্যরা, তবে অন্যান্য বছর এই দিনটি ধুমধাম করে পালিত হলেও এ বছর খুব কমই চোখে পড়ল আয়োজন।

নদীয়া জেলার শান্তিপুর ঢাকাপাড়ার‌ একটি ক্লাবে লাল হলুদ শিবিরের পক্ষ থেকে কেক কেটে উদযাপন করা সদস্যরা জানান, করোনা পরিস্থিতির জন্যই অনুষ্ঠান ছোট করা হয়েছে, কিছুদিন আগেও শান্তিপুরের রক্তদান আয়োজিত হয়েছিল ক্লাবের পক্ষ থেকে।

Leave a Reply