সি.আই.টি.ইউ কৃষ্ণনগর শাখার উদ্যোগে জ্যোতি বসুর ১০৮ তম জন্মদিন পালন

Social

প্রীতম ভট্টাচার্য  : সিআইটিইউ কৃষ্ণনগরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জননেতা শ্রমিকনেতা কমঃ জ্যোতি বসুর ১০৮তম জন্মদিবস |

কৃষ্ণনগর পোষ্ট অফিস মোড়ে সম্পন্ন হলো তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও সংক্ষিপ্ত সভার কর্মসূচী যেখানে বক্তব্য রাখেন সিআইটিইউ’র সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির অন্যতম সদস্য, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সহসভাপতি তথা নদীয়া জেলা কমিটির সাধারন সম্পাদক কমঃ এস এম সাদি । সভাপতিত্ত্ব করেন সিআইটিইউ নেতা কমঃ সুমিত চাকী; উপস্থিত ছিলেন কমঃ অনিত কুমার পাল, পরেশ দত্ত, সমর দত্ত, অদ্বৈত বিশ্বাস, মঙ্গল ঘোষ সহ সিআইটিউ ও গন আন্দোলনের নেতৃবৃন্দ |

এই উপলক্ষ্যে সিআইটিইউ কৃষ্ণনগরের উদ্যোগে ও আইএমএ (IMA) কৃষ্ণনগরের সহযোগিতায় নিখরচায় রক্তের গ্রুপ ও সুগার নির্ণয় ক্যাম্প সংগঠিত হয় |এছাড়াও বিশ্ববরেন্য নেতার জন্মদিবসে সিআইটিইউ কৃষ্ণনগরের উদ্যোগে ও কৃষ্ণনগর রেড ভলেন্টির্সের সহযোগিতায় অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক কর্মচারীদের হাতে তুলে দেওয়া হলো সব্জি ও খাদ্যদ্রব্য ।

Leave a Reply