রক্তদানের মধ্যদিয়ে জন্মদিন পালন রোহনের

Social

মলয় দে নদীয়া :-নদীয়ার শান্তিপুর কারিগর পাড়ার চতুর্থ শ্রেণীতে পড়া রোহনের এবার ১১ বছর পূর্ণ হলো। সেই উপলক্ষে জন্মদিনে রক্তদানের আয়োজন করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। রোহনের বাবা রুহুল্লাহ কারিগর পেশায় তাঁত বস্ত্র ব্যবসায়ী হলেও, ২০১৮ সালে গড়ে তুলেছিলেন সামাজিক সংস্থা সেতু। প্রথমে শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে কাজ করা দিয়ে শুরু হলেও, মুমূর্ষু রোগীর রক্ত জোগাড়ের নেশা গ্রাস করে সংগঠনকে। সমগ্র নদীয়া জেলায় ব্যাপী বিভিন্ন রক্তদাতা সংগঠনের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে প্রায় প্রতিদিনই ব্যস্ত থাকেন তাদের সদস্যরা। তবে তাদের আমন্ত্রণ এবং একান্তে আলাপচারিতার খুব একটা ফুরসত মেলে না। তাই গত বছর থেকে ছেলের জন্মদিনের এই দিনে আমন্ত্রন জানান সকলকে। টিফিন, মধ্যাহ্নভোজের সাথেই চলে রক্তদান পর্ব।

স্থানীয় কারিগর পাড়ার প্রাথমিক বিদ্যালয়ে শান্তিপুর তো বটেই গোটা জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের আমন্ত্রিত হয়ে এসে কাটালেন সারাদিন । ছোট্ট রোহন ও তার দিদি হেনা খাতুন একদিকে উপহার গ্রহণ অন্য দিকে আমন্ত্রিত প্রত্যেককে পরিবেশবান্ধব পেন, রক্তদাতাদের সার্টিফিকেট এবং উপহার, স্বেচ্ছাসেবী সংগঠনদের সার্টিফিকেট প্রদান করতে পেরে খুব খুশি। সম্প্রতি দান করতে গিয়ে মালদাহর যুবক আক্তার সেখের পথ দুর্ঘটনা মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে এবং এক মিনিট নীরবতা পালন করে মূল অনুষ্ঠান শুরু হয়।

Leave a Reply