লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ দুই যুবককে গ্রেফতার করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ

Social

মালদা- ফের লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ। শনিবার রাতে ইংরেজবাজার থানার সুলতানি মোড় এলাকা থেকে দুই জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয়েছে প্রায় ৭০০ গ্রাম ব্রাউন সুগার। যার চোরা বাজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৪ লক্ষ টাকা। রবিবার ধৃত দুই জনকে মালদা জেলা আদালতে পেশ করে ঘটনার তদন্তে নামে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ইংরেজবাজার থানার পুলিশের একটি টিম হানা দেয় সুলতানি মোড় এলাকায়। সেখানে সন্দেহজনক অবস্থায় দুজনকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ আটক করে। তল্লাশি চালিয়ে দুজনের কাছ থেকে উদ্ধার হয় দুই প্যাকেট ব্রাউন সুগার। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হলো নাবিউল শেখ (২১) বাড়ি কালিয়াচক থানার শ্রীরামপুর। ফিটুন শেখ (২৪) বাড়ি কালিয়াচক থানার জালুয়া বাধাল। পুলিশি জেরায় জানিয়েছে, তারা ব্রাউন সুগার গুলি শিলিগুড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। সেখানে অন্য কারও হাতে ব্রাউন সুগার গুলো তুলে দিত। রবিবার রাতের ট্রেনে মালদা জেলা আদালতে পেশ করে ছয় দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় ইংরেজবাজার থানার পুলিশ।

Leave a Reply