পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে গাজলের আলাল মহানন্দা নদীতে গঙ্গা স্নান ও মিলন মেলা আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু আসবাবপত্র

Social

দেবু সিংহ মালদা:-পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে মালদার গাজলের আলাল অঞ্চলে আলাল মহানন্দা নদীতে গঙ্গা স্নান ও পৌষ মেলায় মিলন মেলা অনুষ্ঠিত হয় এখানে সব ধর্মের মানুষ আসেন তারা আনন্দ উপভোগ করেন।

পৌষ সংক্রান্তি উপলক্ষে গঙ্গাস্নান ও মেলা শুরু হয় প্রায় দুই দিন ধরে এই মেলা চলে ।এই মেলার বিশেষ আকর্ষন হলো এখানে কাঠের আসবাবপত্রের। কাঠের আসবাবপত্র কেনার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এবং এ দিন মহানন্দা নদীতে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয় ।

দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ থেকে প্রচুর ভক্তরা অনুষ্ঠানে আসেন । এই মেলাতে সব ধর্মের মানুষ আসেন এবং মিলন মেলায় পরিণত হয় । এই মেলা কবে শুরু হয়েছে কেউ সঠিকভাবে বলতে পারছেন না ।অনেকের ধারণা প্রায় ১০০ বছরের পুরনো এই মেলা ও গঙ্গা স্নান হয়ে আসছে । এই গঙ্গাস্নান ও মেলা এলাকাবাসী সকলের পরিচিত। পুকুরিয়া থানার এলাকাবাসী হালিম আলী মালদা জেলার খানপুর এলাকাবাসী আব্দুল হালিম বলেন আমরা এই মেলাতে কাঠের আসবাব পত্র কেনার জন্য এসেছি এবং এই মেলায় প্রচুর লোকের সমাগম হয় ও প্রচুর কাঠের আসবাবপত্র নিয়ে ব্যবসায়ীরা বসেছেন ।এই মেলা কাঠের আসবাবপত্রের জন্য বিখ্যাত। আমরা প্রায় ৬০ বছর ধরে এ মেলায় আসছি।

অত্র এলাকা বাসি সুভাষ হালদার আকালু হালদার তারা বলেন এ পৌষ সংক্রান্তি মেলা ও গঙ্গা স্নান কবে থেকে শুরু হয়েছে আমরা সঠিকভাবে বলতে পারছি না তবে তাদের ধারণা প্রায় ১০০ বছরের পুরনো এই মেলা ও গঙ্গা স্নান হয়ে আসছে ।এখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে প্রচুর ভক্তরা আসেন গঙ্গা স্নান করার জন্য ও মেলা দেখার জন্য ।এই মেলা কাঠের আসবাবপত্রের জন্য বিখ্যাত তাই বহু দূর দূরান্ত থেকে মানুষ কাঠের আসবাবপত্র ক্রয় করার জন্য আসেন। এবার করুনা ভাইরাসের কারণে এই মেলাতে সেরকম লোকের সমাগম হয় নি।

Leave a Reply