মলয় দে, নদীয়া :- দত্তক নেওয়া এক নাবালককে দীর্ঘদিন ধরে শারীরিক এবং মানসিক নির্যাতন, স্থানীয়রা প্রতিবাদ করলেই চলত অকথ্য ভাষায় গালিগালাজ। অবশেষে খবর পেয়ে চাইল্ড লাইনের প্রতিনিধি দল পুলিশের সাহায্যে ওই নাবালককে উদ্ধার করে নিয়ে যায়।
নদীয়ার শান্তিপুর থানার নৃসিংহপুর বাবলাবন এলাকার ঘটনা। জানা যায়,শান্তিপুর থানার বাবলাবন এলাকার বাসিন্দা রমা মজুমদার একটি পেট্রোল পাম্প চালান অবিবাহিত ওই মহিলা একটি শিশুকে দত্তক নেন এক বছর আগে। রমা মজুমদারের দিদি কল্পনা মজুমদার দুই বোন দেখাশোনা করে ওই শিশুটিকে। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই ওই শিশুটির উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাত ওই দুই মহিলা। সারাদিন অকথ্য গালিগালাজ এবং শারীরিক অত্যাচারের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই তাকে রাখা হতো বলেই গুঞ্জন এলাকায়। প্রতিবাদ করলেই প্রতিবেশীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতো ওই দুই মহিলা। দুদিন আগে বৃষ্টির মধ্যেই সারারাত তাকে বাইরে দাঁড় করিয়ে রাখে বলে অভিযোগ।
স্থানীয়দের তরফ থেকে এর পরেই চাইল্ড লাইন দপ্তরে যোগাযোগ করা হয়। চাইল্ড লাইনের প্রতিনিধিদল শান্তিপুর পুলিশ এর সাহায্যে ওই নাবালককে উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে ওই নাবালক চাইল্ড লাইনের তত্ত্বাবধানে হোমে রাখা হয়েছে। পুলিশ এবং চাইল্ড লাইনের প্রতিনিধি দল তদন্ত করে দেখছে ওই বাচ্চাটিকে সে কোথা থেকে দত্তক নিয়েছিল এবং কিভাবে নিয়েছিল অত্যাচারের মাত্র। যদিও এ বিষয়ে রমা মজুমদার জানান, এলাকারই কিছু ব্যক্তিগত আক্রোশের জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে, অন্য আর পাঁচটা পরিবারে সন্তানকে যেভাবে শাসন স্নেহ করা হয় তেমনি আমার পরিবারেও। তদন্তের মাধ্যমে সত্য প্রকাশ্যে আসুক।