মলয় দে,নদীয়া:- পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে অগ্নিমূল্য বাজার। এর প্রভাব পড়েছে কৃষিক্ষেত্রে। সবজি চাষের সমস্যায় কৃষকরা। চাষের কাজে ব্যবহৃত জল দেওয়া সেচ মেশিনের খরচ বেড়েছে। পাশাপাশি সারের দাম বৃদ্ধিতে উৎপাদিত ফসল থেকে লক্ষ্মী লাভ হচ্ছে না। কৃষকরা বলেন, সবজি বেচে কোনো লাভ হচ্ছে না। আগে এক বিঘা জমিতে চাষ করতে চার লিটার তেল নিয়ে আসতাম এখন সেই চার লিটারি নিয়ে আসতে হচ্ছে কিন্তু দাম অত্যধিক হয়ে গিয়েছে। সারের দাম প্রচুর বেড়ে গিয়েছে। চাষ করতে ভীষণ অসুবিধার মুখে পড়তে হচ্ছে। বীজের দাম আগে ৬০০ টাকা নিতো এখন ১২০০ টাকা নিচ্ছে। বেড়েছে শ্রমিকের মজুরি।
পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি কৃষিজাত দ্রব্যের দাম ঊর্ধ্বমুখী। এক বিঘা জমিতে ধান চাষ করে দেড় থেকে দুই হাজার টাকার বেশি লাভ হয় না কিন্তু সবজি চাষ করলে একটু বেশি লাভ হয়। পাশাপাশি সারের দাম নিয়ে মতবিরোধ কৃষকদের মধ্যে। কেন্দ্রীয় সরকারের দেওয়া ভর্তুকি অনেকের কাছে পৌঁছাচ্ছে না বলে জানিয়েছেন কৃষকেরা।