নদীয়ার নবদ্বীপে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো সম্পূর্ণ বিনামূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষণ শিবির  

Social

মলয় দে নদীয়া ‌:- পৃথিবী”ফাউন্ডেশন নামক নদীয়ার নবদ্বীপ শহরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শুক্রবার দুপুরে নবদ্বীপ পৌরসভা সংলগ্ন পীড়তলা এলাকার নিউ ক্লাব ভবনে অনুষ্ঠিত হলো সম্পূর্ণ বিনামূল্যে থ্যালাসেমিয়া প্রতিরোধমূলক কর্মসূচি ক্যাম্প। বাইরে থেকে থ্যালাসেমিয়া পরীক্ষা করতে গেলে সাধারণত অধিক অর্থ ব্যয় করতে হয় সাধারণ মানুষকে। তাই বর্তমান কোভিড পরিস্থিতিতে আর্থিকভাবে পর্যস্ত মানুষজনদের কথা মাথায় রেখে সম্পূর্ণভাবে বিনামূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে সংগঠনের উদ্যোগে বলে এই দিন জানান পৃথিবীর ফাউন্ডেশনের সদস্যরা।

পাশাপাশি বর্তমানে বহু মানুষ আজ থ্যালাসেমিয়া আক্রান্ত। কিন্তু সঠিক সময়ে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা শারীরিক পরীক্ষা করে রোগ নির্ণয়ের সুযোগ না থাকায়, তাঁরা যে এই দুর্বিষহ ব্যধিতে আক্রান্ত, সেই বিষয়ে নিজেরাই জানেন না। মূলত সেইসব মানুষজনদের কথা ভেবে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন করে তোলার পাশাপাশি বর্তমান অতিমারী পরিস্থিতিতে আর্থিক ভাবে পিছিয়ে পড়া আক্রান্ত পরিবারগুলির কথা মাথায় রেখে পৃথিবী ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে এইদিনের থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মসূচি আয়োজন করা হয়েছে বলেও এইদিন জানান ফাউন্ডেশনের সদস্যরা।

ফাউন্ডেশন এর সদস্যরা ছাড়াও এদিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল ব্লাড ব্যাংকের অন্যতম প্রতিনিধি তরুণ মাঝি, বাবর শেখ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ গন।

নবদ্বীপ ব্লাড ব্যাঙ্কের একজন কর্মী জানান, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে না পারলে এবং বিয়ের আগেই থ্যালাসেমিয়া পরীক্ষা না হলে থ্যালাসেমিয়া রোগী কখনোই কমানো সম্ভব নয়। তাই বিয়ের আগেই থ্যালাসেমিয়া পরীক্ষা করতে হবে।

Leave a Reply