সোশ্যাল বার্তা: ১৯১১ সালের ২৯শে জুলাই মোহনবাগান প্রথম ভারতীয় দল হিসাবে আই এফ এ শিল্ড জয় করে ইস্ট ইয়র্কসাওর কে হারিয়ে।সেদিনের এই জয়ের লড়াইটা ছিল হারবার মানষিকতার জয় যা আজও লড়াই করতে শেখায় ,জিততে শেখায়।
বর্তমানে এই দিনটি মোহনবাগান দিবস হিসাবে পালিত হয় সারা ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে সবুজ মেরুন রঙের ছটায় আলোকিত হয় সর্বত্র। কৃষ্ণনগরও বাদ যায় কেনো সেই আড়ম্বর থেকে, সকাল থেকে দুর্যোগ কে উপেক্ষা করে কৃষ্ণনগর মেরিনার্স ফ্যান ক্লাব তারা এই দিনটি নানা কর্মসূচিতে পালন করলেন যেমন ফ্ল্যাগ হোস্টিং, বৃক্ষদান, বৃক্ষরোপণ, মাস্ক বিতরণ এর মতো সামাজিক বিভিন্ন কাজের মধ্যে দিয়ে।
টোটো এবং মোটরসাইকেল করে গান চালিয়ে কিছুটা আনন্দ শহরবাসীর কাছেও পৌঁছে দিল গাছ, মাস্ক কৃষ্ণনগর মেরিনার্স ফ্যান ক্লাব এর সদস্য বাবু, স্যান্ডি, শিবম, অরিত্র,শুভজিৎ, শ্যামল সায়ন সহ আরো অনেকে। বৃষ্টিকে উপেক্ষা করে এই হার না মানার মনোবল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব এর থেকে প্রবাহিত হয়েছে কৃষ্ণনগর মেরিনার্স ফ্যান ক্লাবের মধ্যেও আজকের দিনটি সেটারই বার্তা দিয়ে গেলো।