রক্তদানের মাধ্যমে উদীচী-‌র জন্মদিবস পালন

Social

দেবু সিংহ,মালদা- উদীচী মহিলা পরিচালিত একটি সামাজিক সংগঠন। বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে এই সংগঠন। ৩ বছরে জেলায় বেশ নজড় কেড়েছে তাদের কর্মসূচি। বৃহস্পতিবার ছিল তাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষ্যে ইংরেজবাজারের আইএমএ ভবনে সম্পূর্ণ কোভিড বিধি মেনে রক্তদানের মধ্য দিয়ে জন্মদিবস পালন করলেন সদস্যরা।

উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের শুভ সূচনা করেন জেলা উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অমিতাভ মন্ডল। শিবিরে কেক কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সংগঠনের জন্মদিন পালন সহ স্বাগত বক্তব্য রাখেন উদীচী-‌র সম্পাদক অঞ্জনা মন্ডল। উক্ত শিবিরে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক স্বামী তাপহরানন্দ মহারাজ সহ ১৮ জন রক্তবন্ধু রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহ দিতে হাজির ছিলেন মালদা আইএমএ-‌এর সভাপতি ডা: তাপস চক্রবর্তী, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার সম্পাদক সুনীল দাস, সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদার সম্পাদক সৌমিত্র সরকার, বিশিষ্ট চক্ষু পরীক্ষক অজিত দাস প্রমুখ। প্রত্যেক রক্তদাতার ভবিষ্যৎ মঙ্গল কামনা করে ধন্যবাদ জ্ঞাপন করেন ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা কমিটির জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা।

Leave a Reply