করোনা আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ শান্তিপুরবাসীর

Social

মলয় দে, নদীয়া :- করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনে, জনজীবন হারিয়েছে বহু স্বাভাবিকত্ব! ভুলে ছিলো আমোদ-প্রমোদ বিনোদন। আক্রান্তের সংখ্যা কম না হলেও, মারাত্মক চেহারা হয়তো কিছুটা কম হয়েছে! তার থেকেও বড় বিষয়, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত অনেকেই বেরোজগার ছিলেন ন-দশ মাস, কিন্তু আর কতদিন! কখনো কখনো পেটের ক্ষিদে উপেক্ষা করে মৃত্যুভয়কেও। তাই ধীরে ধীরে কর্মে প্রবেশ করছেন অনেকেই, সরকারি নীতিও শিথিল হচ্ছে ক্রমশ। কিছুদিন আগেই সাংস্কৃতিক প্রবন মানুষদের জন্য খুলে দেওয়া হয়েছে বিভিন্ন অডিটোরিয়াম হোম , নাট্যমঞ্চ, প্রেক্ষাগৃহ।

নদীয়া শান্তিপুর শহরের সংগীতের অন্যতম একটি পীঠস্থানের দশম বার্ষিক অনুষ্ঠান থমকে ছিল কিছুদিন আগে পর্যন্ত! গত বছরেও প্রায় দেড়শ জন ছাত্র-ছাত্রী তাদের সারা বছরের অনুশীলনের চূড়ান্ত মূল্যায়নের উদ্দেশ্য মঞ্চস্থ করেছিল গান বাজনা আবৃত্তি, চলেছিলো সাতদিন ধরে। প্রতিষ্ঠানের অন্যতম সীতানাথ সেন  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং শান্তিপুর থানার প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে জানিয়েছে বলেন “এ বছরে ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধির কারণে অনুষ্ঠান বড় করার ইচ্ছা থাকলেও, সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে এবারেও সাত দিনের জন্য রাখা হয়েছে অনুষ্ঠান। ”

দীর্ঘদিন বিভিন্ন আমোদপ্রমোদ থেকে বিরত এলাকাবাসী, এই অনুষ্ঠান হওয়ার ফলে অত্যন্ত আনন্দিত বলেই জানা গেছে।

Leave a Reply