সোশ্যাল বার্তা : জলপথে হলদিয়া বন্দর থেকে কলকাতা পাঠানো হল তিনটি এলপিজি ট্যান্কার।
বন্দর সূত্রের খবর, জাতীয় জলপথ-১ মাধ্যমে হলদিয়া বন্দর থেকে কলকাতা পাঠানো হলো তিনটি এলপিজি ট্যাংকার ।বন্দর সূত্রে খবর জাতীয় জলপথ ১ এর মাধ্যমে শন্কর দেব নামে একটি বড় বাজে ওই তিনটি ট্যান্কার ২৫শে জুলাই কলকাতায় পাঠানো হয়। ২৬ শে জুলাই কলকাতা বন্দর খিদিরপুর পৌচ্ছায় । কলকাতা বন্দর সূত্রে খবর,এভাবে দুই লক্ষ মেট্রিক টন এলপিজি পরিবহন করা হয়েছে। এই জাতীয় জলপথ ব্যবহার করে আগামী দিনে সাত লক্ষ মেট্রিক টন পণ্য পরিবহন করা সম্ভব হবে। এই জাতীয় জলপথ ব্যবহার করে দ্রুত এবং কম খরচে এলপিজি পরিবহন করা সম্ভব হবে বলে জানাচ্ছেন বন্দর আধিকারিক।