খুঁটি পুজোর মধ্যদিয়ে ৫২ তম শ্যামাপূজার প্রস্তুতি নন্দকুমারের আলেয়া ক্লাব

Social

সোশ্যাল বার্তা : নন্দকুমার আলেয়া ক্লাবের শ্যামাপূজার থিমের মন্ডপ, প্রতিমা ও আলোক সজ্জা দেখার জন্য অপেক্ষায় থাকে জেলা সহ রাজ্যের অন্যান্য জেলার মানুষ। লক্ষ্মীপুজোর পূর্ণ তিথিতে শুক্রবার খুঁটি পুজোর মধ্যদিয়ে নন্দকুমার আলেয়া ক্লাব ৫২ তম শ্যামা মায়ের আরাধনার প্রস্তুতি শুরু করে দিলো। আগামী ১৩ই নভেম্বর থেকে ১৮ ই নভেম্বর পর্যন্ত পুজোকে ঘিরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিবছ এক, দেড় কোটি টাকা খরচ করে দর্শনার্থীদের সুন্দর থিমের মন্ডপ, প্রতিমা, আলোক সজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার হিসাবে তুলে ধরা হতো। কিন্তু বর্তমান সময়ে সকলেই কোভিড নিয়ে চিন্তিত।তাই রাজ্য সরকারের গাইড লাইন মেনে পুজোর বাজেট কমিয়ে মানুষের পাশে দাঁড়ানো, কোভিড থেকে মানুষকে সচেতন করতে নানাবিধ পদক্ষেপ গ্রহন করা হয়েছে। মাস্ক বিলি থেকে এলাকা সেনিটাইজ করা এবং দর্শনার্থীদের সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিমা ও মন্ডপ দর্শনের ব্যবস্থা করা হবে। প্রতি বছর রাষ্ট্রপ্রতি পুরস্কারপ্রাপ্ত মন্ডপ শিল্পী গৌরাঙ্গ কুইল্যা থিমের মাধ্যমে দর্শনার্থীদের মন কাড়ে। এবছর তিনি দর্শনার্থীদের জন্য বিশেষ থিমের মন্ডপ তুলে ধরবেন।এদিনের খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে, নন্দকুমার থানার ওসি গোপাল পাঠক, জেলা পরিষদের সদস্য শিবানী দে কুন্ডু, ক্লাব সম্পাদক বিশ্বজিৎ দত্ত, ক্লাব সহ সভাপতি স্বরুপ দাস অধিকারী সহ অন্যান্যরা।

Leave a Reply